আনিসুর রহমান | ৮ ফেব্রুয়ারি, ২০২১

আমাদের দেশে এরকম বার কিসিমের লোক আছেন যারা লেখালেখি করেন। কারো কারো আবার কালো টাকা সাদা করার দরকার হয়ে পড়ে। তাই ঘুষখোর আমলা উপায়ন্তর না দেখে লেখেন ছড়া, গল্প, কবিতা, উপন্যাস, পত্রিকার কলাম। বই প্রকাশ করেন, কালো টাকা সাদা হয়ে যায়। অন্যদিকে প্রকৃত লেখক ভাতে মরে। ঘুষখোরের বই প্রকাশ করে প্রকাশকের গায়ে গতরে চর্বি বাড়ে। ফুটপাতের পত্রিকার হকার রাতারাতি কোটিপতি প্রকাশক হয়ে যায়: See the article here
0 kommentarer:
Post a Comment