--- আনিসুর রহমান
খাদ্য নিরাপত্তার কথা বলে যাব;
ক্ষুধাপীড়িত শিশুর কথা ভুলে রব|
শান্তির ছবক দেব
মানুষ নিধনের অস্ত্র বেচে খাব |
সহাবস্থানের কথা বলব
পড়শির সীমানা ডিঙাব |
খাদ্যে ভেজাল বড় খারাপ বলে গলা ফাঁটাব
কালোবাজারে ফরমালিন পাচার করব |
মুখে শিশু অধিকারের কথা বলব
পেছনে শিশুখাদ্যে বিষ মেশাব |
বায়ুদূষণের বিরুদ্ধে সোচ্চার হব
দুই কদম না হেঁটে ডিজেল পোড়াব, গাড়ি হাঁকাব |
যানঝটে আমি এসি গাড়িতে বসে থাকব
গরমে সিদ্ধ গণমানুষকে হাসির থেরাপি দেব |
আমি ধর্মের কথা বলব
ঘুষ খাওয়া হারাম কথাটা চেপে যাব |
সংযমের বয়ান ছাড়ব
মাছের মাথা মুরগির রান কলিজার ভুনা
মিঠাই মণ্ডা ক্ষির পায়েস দই দুধ ও ছানা
গোগ্রাসে গিলে যাব |
আমি একে একে সব হব –
আমি মন্ত্রী হব কবি হব দাতা হব ত্রাতা হব
টেলিভিশনের মালিক হব
পত্রিকার সম্পাদক হব
পিএইচডি হব গানের গুরু হব
আমি পণ্ডিত হব
শেয়ালকে নির্বাসনে পাঠাব
সেজদার ইমাম হব
দানের দানবীর হব
আমি পুরস্কার আর পদবী নেব
কায়েদে খেদমত হব
চাকরে চামচায়ে স্যার হব |
আমি একের পর এক হতেই থাকব
একের ভেতরে সব হব
সবের ভেতরে এক
লোভ ভণ্ডামি ইতরামি লুটপাট গোগ্রাস
দুই নম্বরী ক্ষমতা খ্যাতি নির্লজ্জ উল্লাস |
তারপর জাতীয় ফ্যাশন শো করব
সবাইকে কালো চশমা দেব
আমি উলঙ্গ এক মডেল হব| #
0 kommentarer:
Post a Comment