--- আনিসুর রহমান
ফরাসি চিত্রশিল্পী পল সেজানের (১৮৩৯–১৯০৬) আঁকা তৈলচিত্র ‘দ্য কার্ড প্লেয়ার্স’
দিন মিথ্যা রাত মিথ্যা মিথ্যেবাদী সময়
মিথ্যে আমি আপনে সে সকলে
মিথ্যে কুকুর বিড়াল মিথ্যে সকল সঙ্গম
মিথ্যে জন্ম মিথ্যে মৃত্যু মিথ্যে বিয়ে প্রেম
সম্পর্ক আত্মীয়তা ভাই বাবা মা বোন পড়শী
তড়শী বন্ধু সকল আদমী মিথ্যে হাসি কান্না
মিথ্যে সোনা দানা হীরা পান্না মিথ্যে টাকা ডলার
ইউরো মিথ্যে পরিচয় ভিসা পাসপোর্ট আইডি
মিথ্যে দেশ মাটি মানচিত্র সরকার রাজনীতি সংসদ
মিথ্যে ধর্ম মিথ্যে নীতি মিথ্যে সততা
মিথ্যে কবিতা তাবত পবিত্র পাঠ আর প্রার্থনা
মিথ্যে আইন আদালত পত্রিকা সম্পাদক
মিথ্যে বেঁচে থাকা টিকে থাকা প্রেম ভালবাসা|
সত্য কেবল ক্ষুধা দারিদ্র্য বঞ্চনা ভূমধ্যসাগর পাড়ি দেওয়া
আরেক মিথ্যার নাগাল পাওয়া
জলে নামা জলে ডোবা জলে ভাসা
আমি বেঁচে মরে পত্রিকার খবর হওয়া|
0 kommentarer:
Post a Comment