পাড়া-পড়শি নিয়ে বাস; সেই পড়শির দেখা নাই আজ;
পড়শির দেয়ালে গাছের শাখা গিয়ে পড়ে যেই তেমনি সে
বিরক্তি আজ ঝাড়ে না; ছুটে সে আসে না; বাড়ির কী
রং দেব? পরামর্শ চাই ছবি-আঁকিয়ে পড়শি কোথায়?
মানুষের দেখা নাই, আছে ‘লোনলি ক্রাউড (lonely crowd)।
সবাই নিজের ঘরে একা; যে জনপ্রবাহ বয়ে যায় ---
কেউ কাউকে জানে না, চেনে না, হাই হ্যালো তারা বলে না;
মুখোশ পড়া এ মানুষের মুখের দেখা মেলে না আজ;
দরজায় কারো টোকা পড়ে না যে; চুপচাপ বসে কোটি মানুষ;
স্বজনেরা আছে নাই; ভিতরে-ভিতরে সবে বড় একা;
বাইরে সবার করোনার ভয় নিঃসঙ্গ ও অন্তরীণ;
আছে বই কেনা আর ধার করে আনা, মুঠোফোন কম্পিউটার
বেতার ও টিভি সব; আছে খাবার দানাপানি কত কী!
তবুও কত অসুখী, নিজের কাছেই চির অচেনা সে?
যার চুলা জ্বলে না, খাবার মেলে না সেও তবে একাকী?
সেও কী চারপাশে মানুষ দেখে না কি লোনলি অমানুষ? #
পড়শির দেয়ালে গাছের শাখা গিয়ে পড়ে যেই তেমনি সে
বিরক্তি আজ ঝাড়ে না; ছুটে সে আসে না; বাড়ির কী
রং দেব? পরামর্শ চাই ছবি-আঁকিয়ে পড়শি কোথায়?
মানুষের দেখা নাই, আছে ‘লোনলি ক্রাউড (lonely crowd)।
সবাই নিজের ঘরে একা; যে জনপ্রবাহ বয়ে যায় ---
কেউ কাউকে জানে না, চেনে না, হাই হ্যালো তারা বলে না;
মুখোশ পড়া এ মানুষের মুখের দেখা মেলে না আজ;
দরজায় কারো টোকা পড়ে না যে; চুপচাপ বসে কোটি মানুষ;
স্বজনেরা আছে নাই; ভিতরে-ভিতরে সবে বড় একা;
বাইরে সবার করোনার ভয় নিঃসঙ্গ ও অন্তরীণ;
আছে বই কেনা আর ধার করে আনা, মুঠোফোন কম্পিউটার
বেতার ও টিভি সব; আছে খাবার দানাপানি কত কী!
তবুও কত অসুখী, নিজের কাছেই চির অচেনা সে?
যার চুলা জ্বলে না, খাবার মেলে না সেও তবে একাকী?
সেও কী চারপাশে মানুষ দেখে না কি লোনলি অমানুষ? #
0 kommentarer:
Post a Comment