Tuesday, January 5, 2021

পূর্বজন্মে তুমি কামদেবী ছিলে ?


 


 ---আনিসুর রহমান


জল ছল পলকে ঢল, আকাশ খসে মেঘ পড় অবিরল

বাতাস ভর বহে নিরন্তর, জল জমিন মাখে পরস্পর|

আকাশ ছেড়ে তুষার পড়ে, জল বাতাসে ভাবেই মরে

আকাশ ও জমিন উপর নিচ, দিনকে রাত ফ্লাইং কিস|


জমিন সবুজ ফলায়, আকাশ বৃষ্টি ছলে স্পর্শ নামায়|

কাম ঘাম গন্ধ মাখা, বাস্পের ছলে সূর্যের নামতা শেখা

জমিনের সে আকাশে তুলি, আকাশে কে জমিনে খুলি

জলে ঢেউ বুকের ভাঁজে, স্পর্শপাগল  কাম নীল সাজে !


সময়ে জমিনের চাষা মুখ তার নারীটির নাভিমূলে ঠাসা

এত কথা কোন কাজে, জলে কলধ্বনি বাতাসে শা শা;  

জমিনেই ঘরবাড়ি জমিনেই চাষবাস প্রেম ভালবাসা: 

কবেকার স্নানের পরে শরীরে তার জল বেয়ে পড়ে ? 


জল জমিন পারে কে জনম জনম সে কি সূর্যমন্দিরে? 

জলে জমিনে খেলে তুমি কে মন্দিরে পথ দেখালে? 

তারে জমিন করে কত ঢঙে আমারে জলে মিশালে?

জলে জমিনে খেলে পূর্বজন্মে তুমি কামদেবী ছিলে ? # 


0 kommentarer:

Post a Comment

Shalbon Bihar

Learn more about the Indigenous Institute of Educational and Cultural Development – a charitable vocational educational institute