Monday, December 28, 2020

বেলাশেষে যাচ্ছেন ফিরে তিনি

--- আনিসুর রহমান


soumitra chatterjee

সৌমিত্র চট্রোপাধ্যায়

নগরের পথে ফেলে আসা গ্রামের বালকের পা পড়ে, 

ভজেন মানুষ  পথ ঠেকে পথে পথের তালাশ করে; 

জীবন হেঁটে যায় চিহ্ন রেখে যায়, শব্দরা আকাশ ভরে; 

বাঘের সন্ধ্যায় দুর্যোগের হাওয়া দরজায় ধাক্কা মারে! 


তাঁর কথায় রবীন্দ্রনাথ, সত্যজিত আসেন অনেকে; 

আলো এসে পৌঁছে বাঙালি জীবনে রাত্রিদিনের উঠানে; 

স্মৃতির ভাণ্ডারে এক এক করে মণিমুক্তা জমা পড়ে;  

গল্প চাপা পড়ে ডায়রি ফাঁকা পড়ে, তাঁর চলে যাবার প্রহরে ! 


নাট্যকার লেখক কবি শিল্পী আদি অকৃতিম মানুষ ---

জলপ্রপাতের ধারে শব্দ ও পাখি তাঁর বাগানে ভিড় করে; 

’হে সায়াহ্নকাল’, ’পদ্মবীজের মালা’, তিনি তাঁর কবিতা: 

’পথে আজ বড় বেশি লোক/ মিছিলে কী খুঁজে পাবে হারানো বালক?”


বেলাশেষে যাচ্ছো ফিরে, দেখা হবে শেষ প্রহরের পরে।

ওঁ  আদি অকৃত্রিম ফেলুদা, জীবনের সারাংশ বলার পরে! # 


photo source: https://www.dnaindia.com/entertainment/report-soumitra-chatterjee-health-update-veteran-bengali-actor-s-condition-improves-2850472

1 kommentarer:

daisyignatowski said...

Black Titanium Wedding Band by TOTO - The Art Institutes
Black titanium wedding band by citizen titanium dive watch TOTO. In our detailed review, we cover tube supplier the titanium helix earrings important aspects, from the titanium nose jewelry design of the Wedding titanium quartz crystal Spoke band for wedding services,

Post a Comment

Shalbon Bihar

Learn more about the Indigenous Institute of Educational and Cultural Development – a charitable vocational educational institute