Sunday, March 27, 2016

তনুশ্রীর ছোটবোন

আনিসুর রহমান

মহাদেশ ঘুরে, মহাকাশ ফুরে  ভাই নরেনন্দ্রকে নমস্কার করে, রাজা উজির  মেরে
মক্কা মদীনা করে পরহেজগার পোশাক পরে, গয়া কাশি গঙ্গা  সকল আরশ উজার করে
দিগ্বিজয়ীী বীর আমি  মাথা  আমার ঘুরে, ডিজিটাল  রাবিশ  খবিস  ঝাড়িঝুড়ি মেরে,
হারামজাদা  গালিটালি  ভুলেটুলে গিয়ে, আহা সুশীল সুবোধ সেজে জগতের মেডেল পরে,
আমি শাান্তির কথা কই, দুনিয়ার খবর লই, নিজের ঘরে বাজ পড়ে জগতের ঠিকাদারি করে,
 চুরুটের ধোঁয়া  ছেড়়ে আমি রঙের গান ধরি, সময়  সুযোগ বুঝে টকশো ফকশো করি,
ড্রইংররুম যেন পল্টন  ময়দান, দুনিয়া উদ্ধার  করি, কে সে আহাম্মুক বলেছিল  অল্পবিদ্যা ভয়ঙ্করী?

আদরের বোন  বিনোদিনী পরীক্ষায় এ  প্লাস পেল, এ খুশির খবরে কই বিনু তুই বড় হয়ে কি হবি বলো,
তুমি  কেমন  ভাই? ওরা নগরের পরে তনুদিরে, ধর্ষণ করে খুন করে  কাট  মারে,  দুনিয়ার  মাঠে চড়ে
তুমি বেঁচে আাছো কোন  মুখ করে? টুইটার ফেসবুক করো, আইফোন স্মার্টফোনে  বীরত্ব জাহির করো,
এ  প্লাসের খেতাপুড়ি,  রাাখো তোমার বাহাদুরি, তনুশ্রীর  নামে শপথ করি, বড় হয়ে বড়  কাজ  করি,
আমি তনুর ছোটবোন, দিদিরে  মনে পড়ে পুলিশের মাঝে নলিপপ বিলি করি, মন্ত্রীর মুখে লেভেননচুষ ধরি
দিন শেষে  নগররের সিংহদরজার  পরে ধর্যকনিবাস মোড়ে ইচ্ছে হয় এক এক করে  ধর্ষকের নুনু  কর্তন করি ! 

0 kommentarer:

Post a Comment

Shalbon Bihar

Learn more about the Indigenous Institute of Educational and Cultural Development – a charitable vocational educational institute