Wednesday, July 15, 2015

রাজন সবকিছু বলে দেবে সৃষ্টিকর্তারে


--- আনিসুর রহমান

জলের মাছ জলে ভাসা হাঁস  পদ্মকে জিগালাম বড় মুথ করে
কারো মুখে কোনো কথা নেই,জল, মাছ ছেড়ে গ্রামের মেঠো  পথ  ধরে
বনের গাছ আর পাখিদের জিগালাম এক এক করে
কারো মুখে কোনো কথা নেই!

এসেছিলাম  বড় আশা করে, ভেবেছিলাম জল মাছ পাখিদের সাথে
বিকেলটা কাটাবো মজা করে, জলে আইফোন তাক করি তুলি জলের ছবি
 দেখি ভূত, জলভূত; ভরকে গিয়ে পকেটে ভরে জলের উল্টো পথ ধরে,


তারপরে হাই হ্যালো করি এক এক করে, পাখি গাছ ফুল পাতাদের,
পাখি বলে না কথা
গাছ বলে না কথা,
ফুল বলে না কথা
কেউ বলে না কথা আমার সাথে!

কি করি নিজের চুল নিজেই ছিড়ি
এরপর নীরবতা ভেঙে জিগালাম চিৎকার করে
তোমাদের নাম কি বলো জলদি করে
নইলে পাঠাবো পুলিশের ঘরে!

এই কথা শুনে ফুল পাখি গাছ পাতারা সমস্বরে কয় রাজন,রাজন . . .
আমি বলি, রাজন? রাজন কে? সকলেই ভেচকি মারে;

আমি বলি, রাজন ? রাজন কে?

এমন সময় আমার গালে প্রচণ্ড এক থাপ্পর পড়ে;
মাথা তুলে শুনি, ’রাজন তোর ভাই’, আমি কই, মা, তুমি?

’খুনিরা তোর সোনার টুকরো ভাই রাজনরে খুন করে;
ফেসবুক  টুইটারে ভূত হয়ে থাকিস:
পোড়ামুখো তুই তার নামটাও ভুলে গেছিস!’

নিজের ভুল বুঝতে পেরে মায়েরে কই, ’ রাজনের কোন কথাটি মনে পড়ে
আমারে ঘিরে?  ফেসবুকে একটা স্ট্যাটাস দিতে ইচ্ছে করে!’

মায়ে কয় বিলাপ করে এতটা বেকুব তুই কতকিছু পাশ মেরে;
মরতে মরতে বলে গেছে রাজন সবকিছু বলে দেবে সৃষ্টিকর্তারে! #


বেলগ্রেড: 14 জুলাই 2015

0 kommentarer:

Post a Comment

Shalbon Bihar

Learn more about the Indigenous Institute of Educational and Cultural Development – a charitable vocational educational institute